কলকাতা, ১৯ জুলাই : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত কমই বৃষ্টি হবে, স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে কমই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বৃষ্টির প্রত্যাশা কম। তবে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু-তিনদিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে কমই বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবেই বৃষ্টি।
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ২১ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত। তারপর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী ২৩ ও ২৪ জুলাই ফের জোরালো বৃষ্টি হতে পারে। ওই সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও বৃষ্টি প্রত্যাশিত।