কলকাতা, ১৯ জুলাই : পাটনার পরস হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রকে হত্যার ঘটনায় কলকাতার নিউটাউন থেকে কমপক্ষে ৫ জনকেগ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে পাটনা পুলিশ এবং পশ্চিমবঙ্গ এসটিএফ যৌথভাবে অভিযান চালিয়ে মহানগরীর স্যাটেলাইট টাউনশিপের একটি আবাসন কমপ্লেক্স থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। উল্লেখ্য, বিহারের বক্সার জেলার বাসিন্দা চন্দন মিশ্র, সে খুনের আসামি ছিল এবং প্যারোলে মুক্তি পেয়েছিল। গত বৃহস্পতিবার সকালে পাটনার একটি বেসরকারি হাসপাতালের ভিতরে বন্দুকবাজরা তাকে গুলি করে খুন করে। এই খুনের ঘটনার তদন্তে নেমে ৫ অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ।