নয়াদিল্লি, ১৫ জুলাই : কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মঙ্গলবার শিল্প সংশ্লিষ্টদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম বৃদ্ধির জন্য আর্থ-সামাজিক নিরীক্ষা পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে দ্বাদশ জাতীয় সিএসআর শীর্ষ সম্মেলন এবং সিএসআর টাইমস অ্যাওয়ার্ডস ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে গড়করি জোর দিয়ে বলেন, শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন সমস্যা রয়েছে। তিনি আরও বলেন, যদি উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার করা হয়, তাহলে গ্রামীণ পরিস্থিতির পরিবর্তন সম্ভব এবং সেই অঞ্চলের মানুষদের শহরে অভিবাসনের প্রয়োজন হবে না। গড়করি বলেন, লক্ষ্য হওয়া উচিত বঞ্চিত মানুষের কাছে যাওয়া এবং তাদের দক্ষতা বিকাশ করা। মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের জন্য কোম্পানি এবং সংস্থাগুলিকে পুরষ্কারও প্রদান করেন।