উদয়পুর (ত্রিপুরা), ১৮ জুলাই : গোমতী জেলার স্বাস্থ্য দফতর এবং এিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এর যৌথ উদ্যোগে উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হল এইচআইভি - এইডস এর উপর এক দিবসীয় কর্মশালা। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্যরা।
কর্মশালার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, এইচআইভি - এইডস আক্রান্ত ব্যক্তিদের ভালবাসা দিয়ে আগলে রাখতে হবে। তিনি উদ্বেগের সঙ্গে বলেন, শিরাপথে মাদক ব্যবহারের ফলে রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে। বিষয়টি সম্পর্কে আরও বেশি করে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌনসংযোগ, অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সুচের বহুজনের ব্যবহারে নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু এই সব কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে বলে উপস্থিত সকলের কাছে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আবেদন জানান বিধায়ক অভিষেক দেবরায়।
গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং বলেন, গোমতী জেলায় যেভাবে এইচআইভি-এইডস ছড়াচ্ছে আগামীদিনে তা একটি অশনি সংকেত। এই বিষয়ে এখন থেকে প্রত্যেক অভিভাবককে ছেলেমেয়েদের সম্পর্কে সচেতন হতে হবে। তিনি বলেন, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা দরকার। যত বেশি করে সচেতনতার কর্মসূচি করা যাবে ততই মঙ্গল হবে। ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের সমস্ত এনজিও, ক্লাব, বাজার কমিটি সহ সবাই যদি একইসঙ্গে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলেই সাফল্য আসবে।