Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Tripura

17 hours ago

AIDS Awareness: এইডস নিয়ে উদয়পুরে কর্মশালা, সচেতনতায় গুরুত্বারোপ

AIDS workshop Udaipur
AIDS workshop Udaipur

 

উদয়পুর (ত্রিপুরা), ১৮ জুলাই  : গোমতী জেলার স্বাস্থ্য দফতর এবং এিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এর যৌথ উদ্যোগে উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হল এইচআইভি - এইডস এর উপর এক দিবসীয় কর্মশালা। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্যরা।

কর্মশালার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, এইচআইভি - এইডস আক্রান্ত ব্যক্তিদের ভালবাসা দিয়ে আগলে রাখতে হবে। তিনি উদ্বেগের সঙ্গে বলেন, শিরাপথে মাদক ব্যবহারের ফলে রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে। বিষয়টি সম্পর্কে আরও বেশি করে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌনসংযোগ, অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সুচের বহুজনের ব্যবহারে নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু এই সব কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে বলে উপস্থিত সকলের কাছে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আবেদন জানান বিধায়ক অভিষেক দেবরায়।

গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং বলেন, গোমতী জেলায় যেভাবে এইচআইভি-এইডস ছড়াচ্ছে আগামীদিনে তা একটি অশনি সংকেত। এই বিষয়ে এখন থেকে প্রত্যেক অভিভাবককে ছেলেমেয়েদের সম্পর্কে সচেতন হতে হবে। তিনি বলেন, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা দরকার। যত বেশি করে সচেতনতার কর্মসূচি করা যাবে ততই মঙ্গল হবে। ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের সমস্ত এনজিও, ক্লাব, বাজার কমিটি সহ সবাই যদি একইসঙ্গে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহলেই সাফল্য আসবে।

You might also like!