Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

5 months ago

ভারতে লঞ্চ হতে চলেছে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

OPPO F29 and OPPO F29 Pro 5G
OPPO F29 and OPPO F29 Pro 5G

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Oppo F29 5G সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই ভারতে আসছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G অর্ন্তভুক্ত থাকবে। সম্প্রতি অনলাইনে ফোনগুলির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আর আজ ভিভো লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি ফিচার্স ও কালার অপশনগুলিও প্রকাশ করেছে। Oppo F29 5G সিরিজ টেকসই বিল্ড সহ আসবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ বডি স্ট্রাকচার শক্তিশালী হবে।

ওপ্পো 20 মার্চ ভারতে তাদের একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO F29 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO F29 এবং OPPO F29 Pro 5G স্মার্টফোনগুলি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে আপকামিং OPPO F29 ফোনটি Solid Purple, Glacier Blue এবং icy blue কালার অপশনে এবং OPPO F29 Pro 5G ফোনটি Marble White এবং Granite Black কালার অপশনে পেশ করা হবে।

OPPO F29 series এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO F29 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে জানানো হয়েছে। লিক অনুযায়ী ফোনটিতে কোয়াড কার্ভ এমোলেড ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।

প্রসেসর: লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F29 Pro 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে OPPO F29 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হবে।

স্টোরেজ: OPPO F29 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী OPPO ফোনটিতে 8GB RAM এবং 12GB RAM দেওয়া হবে। ভারতীয় বাজারে এই 5জি ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হতে পারে। অন্যদিকে OPPO F29 ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO F29 Pro 5G ফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে OPPO F29 ফোনটি 6,500এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

You might also like!