Game

3 days ago

AFC Asian Cup 2027 Qualifiers Points Table: ভারতের গ্রুপের সব ম্যাচই ড্র, পরের হংকং ম্যাচ ১০ জুন

AFC Asian Cup 2027
AFC Asian Cup 2027

 

শিলং, ২৬ মার্চ : মঙ্গলবার রাতে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ০-০ গোলে ড্র করে ভারত তাদের এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব অভিযান শুরু করেছে। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং হংকংয়ের সঙ্গে গ্রুপ সি-তে রয়েছে ব্লু টাইগার্স। এই ড্রয়ের ফলে ভারতের গ্রুপের সব দল ১ পয়েন্ট করে সমানে সমানে রয়েছে। সিঙ্গাপুর, হংকংও তাদের ম্যাচ গোলশূন্য ড্র করেছে। ভারত তাদের পরবর্তী বাছাইপর্বের ম্যাচ খেলতে ১০ জুন হংকংয়ে যাবে, হংকং এর বিরুদ্ধে খেলতে। আর বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে একই দিনে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে।


You might also like!