লন্ডন, ২৯ মার্চ : নিজের নাচের স্কুলের অনুষ্ঠানের জন্য লন্ডনে রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই কলকাতা পুলিশে অভিযোগ জানালেন তিনি। সৌরভ-পত্নীর দাবি, তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে! ঠিক কী কারণে এমন অভিযোগ আনলেন ডোনা, আর কার বিরুদ্ধেই বা আনলেন? লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে ডোনা-সৌরভের। এরই মধ্যে কলকাতা পুলিশে বড়সড় নালিশ জানিয়েছেন ডোনা। কলকাতার বাসিন্দা এবং এক মহিলার বিরুদ্ধেই অভিযোগ তাঁর। ওই মহিলা নিজেকে ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর’ বলে দাবি করেন। সম্প্রতি গঙ্গোপাধ্যায় পরিবারকে নিয়ে একটি ভিডিও বানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রের খবর, নিজেকে সৌরভ-ডোনার পাড়ার বাসিন্দা বলে দাবি করে ওই মহিলা সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট করেছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারকে নিয়ে তাঁর গুচ্ছ অভিযোগ রয়েছে। সেই সবই তিনি ওই পোস্টে তুলে ধরেন। তিনি জানান, পাড়ার এক আনাজ বিক্রেতা অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার জন্য ৬ দিন ধরে সৌরভের বাড়িতে যাওয়া হয়েছিল কিন্তু সাড়া মেলেনি। এরই সঙ্গে সৌরভের বাড়ির ছবি, গাড়ির ছবিও পোস্ট করেন তিনি। এই মহিলার সব অভিযোগ নস্যাৎ করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন ডোনা। তাঁর সাফ কথা, তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও অবমাননাকর পোস্ট করা হয়েছে। গাড়ির যে সব ছবি দেখানো হয়েছে সেটি তাঁর নয়। পরিবারের কারও গাড়িও নয়। ইচ্ছাকৃতভাবে তাঁর এবং সৌরভের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সৌরভও ক্ষুব্ধ বলে জানিয়েছেন ডোনা।সূত্রের খবর, অভিযুক্ত মহিলা আগের পোস্টটি সামাজিক মাধ্যম থেকে মুছে দিয়েছেন। তবে দাবি করেছেন, গঙ্গোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে পোস্ট করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে তিনি পুলিশে কোনও পাল্টা অভিযোগ করেননি।