নয়াদিল্লি, ২৯ মার্চ : ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের জনগণের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে, ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের পাশে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, "আমি মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে কথা বলেছি। আমরা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানাই।" প্রধানমন্ত্রী মোদী টুইট করে আরও জানান, "ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে, ভারত এই কঠিন সময়ে মায়ানমারের জনগণের পাশে আছে। অপারেশন ব্রহ্মার অধীনে দুর্যোগ ত্রাণ সামগ্রী, মানবিক সহায়তা এবং অনুসন্ধান ও উদ্ধার দলগুলিকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হচ্ছে।"
Spoke with Senior General H.E. Min Aung Hlaing of Myanmar. Conveyed our deep condolences at the loss of lives in the devastating earthquake. As a close friend and neighbour, India stands in solidarity with the people of Myanmar in this difficult hour. Disaster relief material,…
— Narendra Modi (@narendramodi) March 29, 2025