Country

5 days ago

Atishi: আম আদমি পার্টি সবসময়ই কৃষকদের পাশে দাঁড়িয়েছে : অতিশী

Atishi
Atishi

 

নয়াদিল্লি, ২০ মার্চ : আম আদমি পার্টি সবসময়ই কৃষকদের পাশে দাঁড়িয়েছে। জোর দিয়ে বললেন দিল্লির বিরোধী দলনেত্রী তথা এএপি নেত্রী অতিশী মারলেনা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "আম আদমি পার্টি সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যখন বিজেপি তিনটি কালো আইন পাস করে, তখন এএপি কৃষকদের প্রতিটি দাবির সংগ্রামে তাঁদের সমর্থন করে।"

উল্লেখ্য, বিভিন্ন দাবিতে খানৌরি সীমানা এবং শম্ভু সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কৃষকরা, কিন্তু বুধবার সন্ধ্যায়, পঞ্জাব-হরিয়ানা খানৌরি সীমানা এবং শম্ভু সীমানা থেকে কৃষকদের সরিয়ে দেয় পঞ্জাব পুলিশ। এরপরই পঞ্জাব সরকারের বিরুদ্ধে সরব হন কৃষকরা। এরই প্রেক্ষিতে অতিশী বলেছেন, "গত বছর ধরে কৃষকরা শম্ভু সীমানায় বসেছিলেন, যার ফলে সড়ক বন্ধ হয়ে যায়, যা পঞ্জাবের অর্থনীতি এবং বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এর ফলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়, যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে।"

You might also like!