নয়াদিল্লি, ২১ মার্চ : আইপিএলে গত ১৭টি আসরে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার পর প্রাক্তন আম্পায়ার অনিল চৌধুরী এবার ধারাভাষ্যে এলেন। আসন্ন আইপিএলে তিনি হিন্দিতে ধারাভাষ্য দেবেন। গত সপ্তাহে ৬০ বছর পূর্ণ করার পর তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে তিনি হরিয়ানভি ফিডের অংশ হবেন এবং হিন্দি ধারাভাষ্যে অংশ নেবেন। অনিল চৌধুরীর বিদায়ী খেলাটি ছিল নাগপুরে কেরল এবং বিদর্ভের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনাল। আর তাঁর শেষ আন্তর্জাতিক খেলাটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। সামগ্রিকভাবে, তিনি ১২টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ৬৪টি টি-২০ তে আম্পায়ারিং করেছেন। ২০২২ সালে এশিয়া কাপ ফাইনালে তিনি আম্পায়ারিং করেছেন।