
কলকাতা, ১২ ডিসেম্বর : চণ্ডিগড়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কুইন্টন ডি ককের ঝোড়ো ইনিংসের কল্যাণে ভারতের বিপক্ষে বড় রান করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ব্যর্থ স্বাগতিক দলের ব্যাটাররা। বৃহস্পতিবার পাঁচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫১ রানের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬২ রানে থামে স্বাগতিকরা। ৪৬ বলে ৭ ছক্কা ও ৫ চারের মারে ৯০ রানের ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের অন্যতম নায়ক ডি কক। ভারতের পক্ষে ৪ ওভার বল করে সবচেয়ে বেশি ৫৪ রান খরচ দিলেও উইকেটশূন্য ছিলেন আর্শদীপ সিং। উইকেটশূন্য জাসপ্রিত বুমরাহও দেন ৪৫ রান। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সফল বোলার বরুণ চক্রবর্তী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ভারত। বিপর্যয়ে পড়া ভারতকে পঞ্চম উইকেটে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিলক বার্মা ও হার্দিক পান্ডিয়া। তবে তারা সফল হননি। তিলক ৩৪ বলে ৬২ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়েছেন। এছাড়া হার্দিক ২৩ বলে ২০ আর জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রান করেছেন। প্রোটিয়াদের হয়ে বার্টমান ৪, আর ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা।সিরিজ এখন ১-১। সিরিজে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় মুখোমুখি হবে দুদল।
