Country

1 hour ago

Delhi air pollution: দিল্লি দূষণের করলেই, উত্তর ও মধ্য ভারতে বাড়বে শীতের আমেজ

Delhi Air Pollution
Delhi Air Pollution

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : রাজধানী দিল্লি দূষণের করলেই, মঙ্গলবারও দিল্লির বিভিন্ন স্থানে বাতাসের গুণগতমানের সূচক থাকল ৩০০-র ঊর্ধ্বেই। নানা স্থান ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল। দিল্লিতে শীতের দাপট বাড়ছে, এই পরিস্থিতিতেও দূষণ থেকে মুক্তি মিলছেই না। দিল্লির আনন্দ বিহার ও অক্ষরধাম এলাকায় মঙ্গলবার সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৮৩, গাজীপুর এলাকাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৮৩। ইন্ডিয়া গেট এবং কর্তব্যপথ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৩১২। মোটামুটিভাবে দিল্লির প্রায় অধিকাংশ স্থানেই মঙ্গলবার সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল খুব খারাপ পর্যায়ে।

এদিকে, উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর। দিল্লি, হরিয়ানা, চন্ডীগড় ও পঞ্জাবে বাড়বে শীতের দাপট। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শীতকালীন মরশুমে দেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা স্বাভাবিক অথবা থেকে স্বাভাবিকের থেকে কম থাকবে। ইতিমধ্যেই কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশ। জমজমাট ঠান্ডা পড়েছে উত্তরাখণ্ডেও।

You might also like!