
দুবাই, ১২ ডিসেম্বর : শুক্রবার এশিয়া কাপ শুরু হচ্ছে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে। এই মাঠে ভারত ও স্বাগতিক আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের যুব এশিয়া কাপ। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বের খেলা শেষ হবে। একদিন বিরতি দিয়ে ১৯ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। সেমিফাইনালে উঠবে দুটি গ্রুপের সেরা দুটি করে মোট চারটি দল। ফাইনাল হবে ২১ ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচনে ৮ দলের অধিনায়করা উপস্থিত ছিলেন।
