Entertainment

3 days ago

List of Star Cricketer Divorces: হার্দিক পান্ডিয়া থেকে শিখর ধাওয়ান, বিবাহবিচ্ছেদের মুখোমুখি একাধিক তারকা ক্রিকেটার! জেনে নিন তালিকা

List of Star Cricketer Divorces (Symbolic picture)
List of Star Cricketer Divorces (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্রিকেট জগতের কিছু আলোচিত বিবাহবিচ্ছেদের এক ঝলক আজকের প্রতিবেদনে দেওয়া হল, যা প্রমাণ করে কিংবদন্তিরাও প্রেমের ফাউল বল থেকে মুক্ত নন। ক্রিকেটার হার্দিক পান্ডিয়া থেকে শিখর ধাওয়ান সকলেই বৈবাহিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের দিকে পরিচালিত হয়েছিল। সম্প্রতি বৃহস্পতিবার বিবাহ-বিচ্ছেদ হয়েছে চাহাল-ধনশ্রীর। নিম্নে উল্লেখিত হলো বিবাহবিচ্ছেদের তালিকা!

১) যুজবেন্দ্র চাহাল এবং  ধনশ্রী ভার্মাঃ যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০২০ সালের ১১ই ডিসেম্বর। অবশেষে তাঁদের ডিভোর্সে সিলমোহর পড়লো। আইপিএল শুরু হওয়ার দিনদুয়েক আগে আইনি জট কাটল তারকা স্পিনার চাহালের। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রার
 এক পারিবারিক আদালত চাহাল ও ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর দিয়েছে। 



২) মোহাম্মদ আজহারউদ্দিন এবং সঙ্গীতা বিজলানিঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ১৯৮৭ সালে নওরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ নয় বছর ধরে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর ১৯৯৬ সালে তারা বিচ্ছেদ ঘোষণা করেন। আজহার সময় নষ্ট করেননি, কিছুদিনের মধ্যেই বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। সেই সম্পর্কও টেকেনি। তারকা  ক্রিকেটারের পুনরায় বিচ্ছেদ হয় ২০১০ সালে। 

 

৩) রবি শাস্ত্রী এবং ঋতু সিংঃ  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী এবং তার স্ত্রী, ঋতু সিং,২২ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাঁদের আলেকা শাস্ত্রী নামে একটি কন্যা সন্তান বর্তমান। তবে তাঁদের বিচ্ছেদের কারণগুলি প্রকাশ্যে প্রকাশ করা হয়নি।  



৪) দীনেশ কার্তিক এবং নিকিতা ভাঞ্জারাঃ  ২০১২ সালে নিকিতা ভাঞ্জারার সাথে দীনেশ কার্তিকের বিবাহবিচ্ছেদ ছিল শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং সঙ্গত কারণেই! তাদের বিবাহবিচ্ছেদের কিছুদিন পরেই, নিকিতা কার্তিকের সতীর্থ মুরলী বিজয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন এটাকেই আপনি "দলীয়" প্রচেষ্টা 
তবে কার্তিক আবার স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকা পল্লিকালের সাথে প্রেম খুঁজে পেয়েছেন, প্রমাণ করেছেন যে জীবন চলতে থাকে - বিশেষ করে একজন নতুন সঙ্গীর সাথে।



৫) নোয়েলা লুইস এবং বিনোদ কাম্বলিঃ নোয়েলা লুইসের সঙ্গে জীবনে প্রথমবার গাঁটছড়া বেঁধেছিলেন বিনোদ কাম্বলি। কিন্তু ছোটবেলার বন্ধুর সঙ্গে সংসার বেশিদিন টেকেনি। ২০০৫ সালে ডিভোর্স হয় তাঁদের। পরে আন্দ্রেয়া হিউইটকে বিয়ে করেন কাম্বলি। 


৬) শেন ওয়ার্ন এবং সিমোন ক্যালাহানঃ অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন এবং সিমোন ক্যালাহান এক দশকের দাম্পত্য জীবনের পর ২০০৫ সালে বিদায় ঘোষণা করেন। ওয়ার্নের মাঠের বাইরের ঘটনাগুলি প্রায়শই শিরোনামে আসে এবং তাদের বিচ্ছেদের পরেও তারা প্রতিশ্রুতিবদ্ধ সহ-অভিভাবক ছিলেন। দুর্ভাগ্যবশত, 
২০২২ সালে ওয়ার্নের অকাল মৃত্যুতে তাদের গল্পটি দুঃখজনক মোড় নেয়। 



৭) শিখর ধাওয়ান এবং আয়েশা মুখার্জিঃ  ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তার স্ত্রী আয়েশা মুখার্জি সম্প্রতি আট বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটিয়েছেন। তাঁদের ১০ বছরের বিবাহিত জীবনে একটি পুত্র সন্তানও রয়েছে। ২০২৩ সালে দিল্লি হাই কোর্টের নির্দেশে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।



৮) হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্ট্যানকোভিচঃ ২০২০ সালে গাঁটছড়া বাঁধার পর,সেবছরই জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য।পরবর্তীতে ২০২৩ সালের ভালোবাসা দিবসে উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে হার্দিক পান্ড্য এবং নাতাশা স্টানকোভিচ বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান এই তারকা দম্পতি। 



৯) শোয়েব মালিক এবং আয়েশা সিদ্দিকী, সানিয়া মির্জাঃ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের প্রথম স্ত্রী ছিলেন ভারতীয় আয়েশা সিদ্দিকী, যিনি ২০১০ সালে শোয়েবের সাথে বিবাহবিচ্ছেদ করেন। এরপর, একই বছর শোয়েব মালিক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। শোয়েব মালিক ও সানিয়া মির্জার ২০১৮ সালে একটি পুত্রসন্তান হয়।



You might also like!