নয়াদিল্লি, ২১ মার্চ : রামনবমীতে অশান্তি কাম্য নয়, এই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, "গতবারও রাম নবমী শান্তিপূর্ণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দুর্বলতার কারণে এক অথবা দু'টি জায়গায় ঘটনা ঘটেছে। হাওড়ায় রাম নবমীর শোভাযাত্রায় প্রতিবারই পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। গতবার উত্তরবঙ্গ এবং শ্রীরামপুরেও ঘটনা ঘটেছিল। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়।"