Game

2 days ago

Indian Premier League 2025: আইপিএলে জাদেজার অনন‍্য কীর্তি

Ravindra Jadeja
Ravindra Jadeja

 

কলকাতা, ২৯ মার্চ : প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট ও তিন হাজার রানের ডাবল স্পর্শ করে শুক্রবার রাতে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এই বাঁ-হাতি অলরাউন্ডার এক অনন্য কীর্তি গড়লেন। ১০০ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন জাদেজা। শুক্রবার স্পর্শ করলেন তিন হাজার রানের মাইলফলক । আর তাতেই তিনি গড়লেন এই অনন‍্য কীর্তি।

২ হাজার ৯৭৬ রান নিয়ে ম‍্যাচ শুরু করেছিলেন এই বাঁ-হাতি ব‍্যাটসম‍্যান। জশ হেইজেলউডের বলে ক‍্যাচ দিয়ে আউট হওয়ার সময় আইপিএলে তার রান হল ৩ হাজার ১ রান। ২৪২ ম‍্যাচের ১৮৬ ইনিংসে ২৭.২৮ গড়ে এই রান করেছেন জাদেজা, স্ট্রাইক রেট ১২৯.৫২। ফিফটি তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৬২। আর ২১৩ ইনিংস বোলিং করে ৩০.৭৬ গড়ে নিয়েছেন ১৬০ উইকেট। ওভারপ্রতি খরচ ৭.৬৪। চার উইকেট নিয়েছেন ৩ বার। একবার পাঁচ উইকেট। জাদেজাকে চ‍্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই এখন। এখনও খেলছেন আছেন কেবল কলকাতা নাইট রাইডার্সএর আন্দ্রে রাসেল। এই অলরাউন্ডারের উইকেট ১১৫টি, রান ২ হাজার ৪৮৮।

You might also like!