নয়াদিল্লি, ২৯ মার্চ : ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে থাকল ভারত। এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। সেই মতো ভারত থেকে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশে রওনা দেয় বিমান। তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, স্বাস্থ্যবিধি কিট, জেনারেটর এবং প্রয়োজনীয় ওষুধ-সহ ১৫ টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান ইয়াঙ্গুনে ইতিমধ্যেই পৌঁছেছে।মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৪। শনিবার সকালে সে দেশের সামরিক জুন্টা সরকার জানিয়েছে, অন্তত ৬৯৪ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে। আহতের সংখ্যা ১৬৭০। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। এমতাবস্থায় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছেছে ভারতীয় বিমান। ভারতীয় বায়ুসেনার আইএএফ সি ১৩০ জে বিমানে প্রায় ১৫ টন ত্রাণসামগ্রী মায়ানমারে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, প্রস্তুত খাবার, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট, সৌর বাতি, জেনারেটর সেট, প্রয়োজনীয় ওষুধ (প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, সুতির ব্যান্ডেজ, প্রস্রাবের ব্যাগ ইত্যাদি)।