Game

1 day ago

LALIGA 2024-25: জিরোনাকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সিলোনা

Barcelona vs Girona 4-1
Barcelona vs Girona 4-1

 

বার্সিলোনা, ৩১ মার্চ : লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে বার্সিলোনা। রবিবার রাতে আরও একটি দাপুটে জয় পেল তারা জিরোনার বিরুদ্ধে। ঘরের মাঠে রবিবার রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সিলোনা । এবারের লা লিগায় ২৫ গোল হল ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকারের। তার চেয়ে তিন গোল কম নিয়ে দুইয়ে আছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। আর দুটি গোলের একটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে।শেষ গোলটি এসেছে ফেররান তরেসের পা থেকে। আর এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরো মজবুত করল হান্সি ফ্লিকের দল। ২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হল ৬৬। দুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। আর আসরে ত্রয়োদশ হারের পর ৩৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে জিরোনা।


You might also like!