Country

1 week ago

Brajesh pathak Slammed Akhilsh: সনাতন সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না অখিলেশ যাদব,ব্রজেশ পাঠক

Brajesh Pathak
Brajesh Pathak

 

লখনউ, ২৪ মার্চ: সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। সোমবার ব্রজেশ পাঠক বলেছেন, সনাতন সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না অখিলেশ যাদব। ব্রজেশ পাঠক বলেছেন, ''অখিলেশ যাদব কেবল সনাতনের বিরুদ্ধে কথা বলেন। সমাজবাদী পার্টির পাপ ধুয়ে ফেলতে অনেক বছর সময় লাগবে... অখিলেশ যাদব সনাতন সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না... ভারতের জনগণ সর্বদা যে কেউ ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে তাকে প্রত্যাখ্যান করেছে।"


You might also like!