১) মেষ রাশিঃ আজ সারাদিনই মন অস্থির থাকবে মেষ রাশির জাতকদের। ধৈর্য্য ধরে কাজ করলে নিশ্চিত সাফল্য পাবেন। তরল দ্রব্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদর আজ সাফল্য পাওয়ার যোগ আছে। আগুপিছু না ভেবে হুট করে কোনও মন্তব্য করবেন না। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে পারে। এর ফলে আজ আপনার মন হতাশ হবে।
২) বৃষ রাশিঃ আর্থিক দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জাতকের জন্য শুভ। আগে ধার দেওয়া ঋণের টাকা ফেরত পেতে পারেন। আইন বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক হবে। নতুন কাজের দায়িত্ব পাওয়ায় পরিশ্রম বাড়বে। একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন বৃষ রাশির জাতকরা।
৩) মিথুন রাশিঃ আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না মিথুন রাশির জাতকদের। আজ আপনার বেশ কিছু আর্থিক লোকসান হতে পারে। কাছের কেউ আপনাকে ঠকাতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন। কোনও বন্ধু স্থানীয় ব্যক্তির জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনি আজ সাফল্য পাবেন।
৪) কর্কট রাশিঃ আপনার কোনও ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে। যাকে আপনি বিশ্বাস করছেন, সেই যে আপনার জন্য ক্ষতিকর তা আপনি আজ বুঝতে পারবেন। কোমরে ও পায়ে আঘাত লাগতে পারে। আয় বৃদ্ধির যোগ আছে। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করুন। আপনার অসামান্য স্মৃতিশক্তি কর্মক্ষেত্রে প্রশংসিত হবে।
৫) সিংহ রাশিঃ আজ জ্ঞাতিশত্রুতা বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির জাতকদের। আজ হঠকারিতায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবদিক বিচার করে তবেই সিদ্ধান্ত নিন। ভ্রাতা বা ভগিনী স্থানীয় ব্যক্তির দ্বারা উন্নতি বা লাভ হতে পারে। স্বাস্থ্য আজ আগের থেকে ভালো থাকবে সিংহ রাশির জাতকদের।
৬) কন্যা রাশিঃ সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের তিনটি শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কর্মক্ষেত্রে আজ অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনাকে। পরবর্তীকালে এই পরিশ্রমের সুদূরপ্রসারী সুফল পাবেন। দাঁত ও হাড়ের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। সময় থাকতে ডাক্তার দেখিয়ে নিন।
৭) তুলা রাশিঃ নতুন কোনও কাজের সঙ্গে আজ যুক্ত হতে পারেন তুলা রাশির জাতকরা। প্রেম বা দাম্পত্যে আজ কোনও বড় সমস্যা আসতে পারে। কোনও গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে আজ তুলা রাশির জাতকদের মতপার্থক্য হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ ব্যয় বৃদ্ধি হতে পারে। যতটা আশা করেছিলেন, ততটা আর্থিক লাভ হবে না।
৮) বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির জাতকদের আজ সব রকম আইনি জটিলতা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মূল্যবান কোনও জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে। আজ বিতর্ক এড়িয়ে চলুন। সন্তানের স্বাস্থ্যের প্রতি আপনার যত্নবান থাকা জরুরি। কর্মস্থানে আজ কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারে। গোপন কথা কাউকে বলবেন না।
৯) ধনু রাশিঃ আজ হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে ধনু রাশির জাতকদের। শিক্ষার্থীরা আজ বিদ্যাক্ষেত্রে বাধার মুখে পড়তে পারেন। আগুন বা যে কোনও গরম জিনিস থেকে আজ দূরে থাকুন। আজ আপনি নতুন কোনও চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রের এই পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কাউকে ঋণ দিয়ে টাকা ফেরত না পাওয়ায় উদ্বিগ্ন হবেন।
১০) মকর রাশিঃ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনার জন্য শুভ বলা যায় না। এর পাশাপাশি মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। কোনও বন্ধুর থেকে আপনার ক্ষতি হতে পারে। কাছের কেউ আপনার বিশ্বাসভঙ্গ করতে পারে। রিয়েল এস্টেট বা জমি-জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা, তাঁরা আজ বিশেষ সতর্ক থাকুন। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন।
১১) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতকদের আজ পরিবারের প্রতি যত্নশীল থাকা জরুরি। আপনার রূঢ় বাক্যে কাছের কেউ কষ্ট পেতে পারেন। বেহিসেবি খরচে আজ রাশ টানুন। কর্মক্ষেত্রে কোনও গোলযোগ হতে পারে। সহানুভূতির সঙ্গে অন্যের সমস্যার সমাধান করুন। তা না হলে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে।
১২) মীন রাশিঃ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে আজকের দিনটি মীন রাশির জাতকদের জন্য উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে আজ নিজের কাজের জন্য আপনার সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আজ বাণিজ্যিক কারণে কাছাকাছি কোথাও যেতে হতে পারে। এই সফর আপনার জন্য লাভজনক হবে। ঠান্ডা লাগার সমস্যায় বেগ পেতে পারেন মীন রাশির জাতকরা।