ম্যানচেস্টার, ৩১ মার্চ : এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি। এই মরসুমে কোনও প্রতিযোগিতাতেই ভালো ফল করতে পারেন সিটি। চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপ থেকে অনেক আগেই ছিটকে গেছে তারা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা কিছুটা হলেও জেগেছে তাদের কাছে এফএ কাপে। রবিবার রাতে কোয়াটার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে সেই সম্ভাবনা জাগিয়ে তুলেছে পেপ গুয়ার্দিওলার দল।তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটির। বোর্নমাউথের বিপক্ষে শুরুতেই গোল খেয়ে ধাক্কা খেয়েছিল তারা। শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু আর্লিং হলান্ডের পেনাল্টি শট রুখে দেন বোর্নমাউথ গোলরক্ষক কেপা আরিসাবালাগা। ওই হতাশা কাটিয়ে ওঠার আগেই গোল খেয়ে যায় সিটি। ২১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসন গোল করে এগিয়ে দেন বোর্নমাউথকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় সিটি। বদলি নামা নিকো ও’রাইলির পাস পেয়ে ৪৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুরন্ত শটে সমতা টানেন হলান্ড। দ্বিতীয় গোলটাও হয়েছে এই ইংলিশ মিডফিল্ডার ও’রাইলির পাস থেকেই। ব্যবধান গড়ে দেন সাত কোটি ইউরো ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেওয়া ওমার মার্মাউশ। সেমি ফাইনালে আগামী ২৬ এপ্রিল নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।