Country

3 days ago

Yogesh Kadam: কুণালের আইনের ঊর্ধ্বে নন, ব্যবস্থা নেওয়া হবে,যোগেশ কদম

Yogesh Kadam
Yogesh Kadam

 

মুম্বই, ২৬ মার্চ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে কটূক্তি করে বিতর্ক সৃষ্টি করেছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ রামদাস কদম বললেন, "তিনি আইনের ঊর্ধ্বে নন, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বুধবার যোগেশ বলেছেন, "বারবার হিন্দু দেবতাদের উপহাস করা, সুপ্রিম কোর্টের অপমান করা, রাজ্যের বড় নেতাদের অপমান করা, যদি তিনি এগুলিকে কৌতুক বলেন, তাহলে মহারাষ্ট্রে এই ধরণের কৌতুক হতে পারে না।" উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁর অনুষ্ঠান প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক খুনের হুমকি পাচ্ছেন তিনি! কৌতুকশিল্পী ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই দাবি করা হয়েছে। তাদের দাবি, কমপক্ষে ৫০০টি হুমকি ফোন পেয়েছেন কুণাল।

You might also like!