Life Style News

1 day ago

Vastu Tips: বাস্তুশাস্ত্র অনুসারে কোথায় রাখবেন আপনার মানিব্যাগ বা টাকার বাক্স? জেনে নিন

Vastu Tips for Wallet (Symbolic picture)
Vastu Tips for Wallet (Symbolic picture)

 

দূরন্ত বার্তাডিজিটাল ডেস্ক: আমাদের সুখ ও শান্তির একটা অন্যতম মাধ্যম টাকা পয়সা। আমরা দেখেছি অনেক সময় আমরা টাকা রাখতে পারি না। ননা কারণে বা অকারণে টাকা পয়সা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় বাস্তু পরামর্শ মেনে চললে আপনার টাকা রক্ষিত হতে পারে। হার্ড ক্যাশ,মানি ওয়ালেট বা অন্য কোনও মূল্যবান সম্পদই হোক না কেন, বাস্তু অনুসারে আপনার টাকা কোথায় রাখবেন সে সম্পর্কে কিছু দরকারি টিপস দেওয়া হল আজকের প্রতিবেদনে, যা অনুসরণ করলে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে হু হু করে।   

১) ওয়ালেট কোন দিকে রাখবেন?

– উত্তর দিককে সম্পদ ও ধন-সম্পদের দেবতা ভগবান কুবেরের দিক বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, ক্যাশ বাক্সে মূল্যবান জিনিসগুলি রাখবেন তা সর্বদা উত্তর দিকে রাখা উচিত। এতে সৌভাগ্য ফিরে যেতে পারে এবং সম্পদ দ্বিগুণ হাড়ে বেড়ে যেতে পারে বলেই বিশ্বাস করা হয়।   

২)  টাকার বাক্স কোথায় রাখবেন?

– টাকা রাখার বক্স বা আলমারি সবসময় উত্তর দিকে রাখা উচিত, তবে বক্সের দরজা কখনওই দক্ষিণমুখী হওয়া উচিত নয়। মনে করা হয় যে দেবী লক্ষ্মী, সম্পদের দেবী দক্ষিণ থেকে ভ্রমণ করেন ও উত্তরে বসতি স্থাপন করেন। এই বাস্তু টিপস অনুসরণ করলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসতে পারে বলেই অনুমান করা হয়। 

৩) সবুজ উদ্ভিদ বা জল কোনদিকে রাখবেন?

– সবুজ উদ্ভিদ বা গাছগাছালি শুধুমাত্র ইতিবাচক শক্তি বয়ে আনে তাই নয়, মন শান্ত করতেও সাহায্য করে। বাস্তু নিয়ম মেনে চললে গাছ বাড়ার সঙ্গে অর্থ ও ব্যবসার ফলাফলের বৃদ্ধি দেখা যায়। বাস্তু অনুসারে জল হল সম্পদের প্রতীক। ঘরের কোথাও বা ডায়নিং প্লেসে পরিষ্কার জায়গায় এটি রেখে দিন। এছাড়াও ডেস্কটপ স্ক্রিনে ওয়াটারফল বা ঝর্নার ছবি সেট করতে পারেন।    


You might also like!