Game

1 day ago

Argentina coach Lionel Scaloni: স্কালোনির কাছে হারলেই চাকরি যায় ব্রাজিল কোচদের

Argentina coach Lionel Scaloni
Argentina coach Lionel Scaloni

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আর্জেন্টিনার সঙ্গে লিওনেল স্কালোনির বর্তমান চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্রাজিল কোচের দায়িত্ব নিতে কারও কারও ভয়ও লাগতে পারে। না, মানে স্কালোনির মুখোমুখি হয়ে হারের পরই তো চাকরি চলে যায় ব্রাজিলের কোচদের, সে জন্য কথাটা বলা। দরিভাল জুনিয়র এ বিষয়ে সর্বশেষ উদাহরণ। এর আগে একই ঘটনার শিকার হয়েছেন ফার্নান্দো দিনিজও।

সর্বশেষ ঘটনাটি সবার আগে জানানো যাক। বিশ্বকাপ বাছাইয়ে গত মঙ্গলবার বুয়েনস এইরেসে আর্জেন্টিনার কাছে ৪–১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এই হারের পর ব্রাজিল কোচের পদ থেকে ছাঁটাই হন দরিভাল। স্কালোনির কৌশলের সামনে দাঁড়াতেই পারেনি দরিভালের ব্রাজিল। কোনো ‘প্ল্যান বি’ ছিল না তাঁর। সে ম্যাচে ডাগআউটে দরিভালকে বেশ অসহায়ই লেগেছে। তাঁকে ছাঁটাই করে এখন নতুন কোচ খুঁজছে ব্রাজিল।

স্কালোনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পেয়েছেন ২০১৮ সালের নভেম্বরে। এর আগে সে বছর বিশ্বকাপের পর কিছুদিন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেন স্কালোনি। ২০১৮ সালের নভেম্বরে আর্জেন্টিনায় স্কালোনি–অধ্যায় শুরুর পর থেকে যদি হিসাব করা হয়, এ পর্যন্ত তিনজন কোচ পাল্টাল ব্রাজিল।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বাদ পড়ার পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন রামন মেনেজেস। ৩ ম্যাচ দায়িত্ব পালন করতে পেরেছিলেন। মরক্কো ও সেনেগালের কাছে হারায় মেনেজেসকে সরিয়ে ফার্নান্দো দিনিজের কাঁধে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তুলে দেয় ব্রাজিল। এর মাঝে স্থায়ী কোচ খোঁজাও চালিয়ে যায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আর্জেন্টিনার কাছে হারের পর তাঁকে সরিয়ে দরিভালকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয় সিবিএফ। দরিভালও তো টিকতে পারলেন না এবং সেটাও স্কালোনির কাছে হারের পরই নিশ্চিত হলো। সেই হারের ক্ষতের গভীরতাও কম নয়—বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সবচেয়ে বাজে হার।

তাহলে হিসাবটা দাঁড়াল এমন—স্কালোনির আর্জেন্টিনার কাছে দিনিজের হারটি ছিল ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম। আর দরিভালের হারটি বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সবচেয়ে বাজে। এরপর চাকরি চলে যাওয়ায় স্কালোনিকে মনে মনে অভিশাপ দিতেই পারেন দিনিজ ও দরিভাল!

You might also like!