নয়াদিল্লি : আম আদমি পার্টির সময় দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। 'এক ভারত শ্রেষ্ঠ ভারত স্নেহ মিলন' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে ছিল 'অমাবস্যা'। এখানে অন্ধকার ঘনিয়ে আসছিল। উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে, আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তাই, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপির সরকার আনার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিশেষ ধন্যবাদ, কারণ এটা সত্য যে 'পূর্বাঞ্চল' যে দিকে এগিয়ে যায়, দেশ সেই দিকেই এগিয়ে যেতে শুরু করে।" নাড্ডা আরও বলেন, "আমরা লালু যাদবের নেতৃত্বে অগ্রগতিশীল বিহারকে ডুবন্ত বিহারে পরিণত হতে দেখেছি। এমন একটা সময় এসেছিল যখন সন্ধ্যা ৫টার পরেও মানুষের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল।"