আলুর উৎপাদনে ১৫ বছরের রেকর্ড ভাঙল মুর্শিদাবাদ। জেলায় প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে অত্যধিক আলুর উৎপাদনে দুশ্চিন্তা বাড়ছে চাষীদের। ফলন বেশি হওয়ায় প্রতিদিনই পড়ছে আলুর দাম। আলু সংরক্ষণে হিড়িক জেলাজুড়ে।জেলার ৮টি হিমঘরে আলুর ধারণক্ষমতা ৭১ হাজার মেট্রিক টন। স্বভাবতই হিমঘরগুলিতে উপচে পড়ছে আলু। চাষিরা বলছেন বিঘা প্রতি যেখানে গড় আলুর ফলন হয় ৫০ কুইন্টাল, এবছর তা দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ কুইন্টালে। সারি সারি আলু ভর্তি ট্রাক অপেক্ষা করছে হিমঘরের সামনে।ফলন সংরক্ষণ সম্ভব হবে কিনা, তা নিয়েও বাড়ছে চিন্তা।