Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Video

9 months ago

Potato Production | আলুর উৎপাদনে ১৫ বছরের রেকর্ড ভাঙল মুর্শিদাবাদ

 

আলুর উৎপাদনে ১৫ বছরের রেকর্ড ভাঙল মুর্শিদাবাদ। জেলায় প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে অত্যধিক আলুর উৎপাদনে দুশ্চিন্তা বাড়ছে চাষীদের। ফলন বেশি হওয়ায় প্রতিদিনই পড়ছে আলুর দাম। আলু সংরক্ষণে হিড়িক জেলাজুড়ে।জেলার ৮টি হিমঘরে আলুর ধারণক্ষমতা ৭১ হাজার মেট্রিক টন। স্বভাবতই হিমঘরগুলিতে উপচে পড়ছে আলু। চাষিরা বলছেন বিঘা প্রতি যেখানে গড় আলুর ফলন হয় ৫০ কুইন্টাল, এবছর তা দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ কুইন্টালে। সারি সারি আলু ভর্তি ট্রাক অপেক্ষা করছে হিমঘরের সামনে।ফলন সংরক্ষণ সম্ভব হবে কিনা, তা নিয়েও বাড়ছে চিন্তা।

You might also like!