West Bengal

1 day ago

HOWRAH DUMP YARD: হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

হাওড়া, ২৪ মার্চ : ফিরহাদের পরে সোমবার হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দু। গত কয়েকদিন ধরে পানীয় জলের সঙ্কট হাওড়ার বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ এলাকায়। সেই সঙ্গে বেশ কিছু বাড়িতে নেমেছে ধস-ফাটলও। দুর্ভোগের মধ্যে থাকা সেই বাসিন্দাদের পাশে দাঁড়াতে যান সোমবার। শুভেন্দু বলেন, হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জল পাচ্ছেন না। বসতিতে ফাটল। বহু মানুষ নিরাশ্রয়। অথচ বিরোধী দলনেতাকে সেখানে ঢুকতে বাধা দিচ্ছে পুলিশ। এর থেকেই পরিষ্কার বাংলায় কোনও গণতান্ত্রিক সরকার নেই।"

উল্লেখ্য, হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। এর ফলে মাটির নীচে দু’টি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেয়। এর ফলে ফাটল দেখা দেয় মাটিতে। ধসে পড়ে বাড়ি। বেলগাছিয়া মোড় থেকে কেএমডিএ–র তৈরি বিকল্প পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা করা হলেও ভাগাড় এলাকায় পুনরায় কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়।

You might also like!