রিয়াদ, ২৭ মার্চ : রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে আফগানরা নিজেদের দেশে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে তারা হোম সিরিজ খেলে। বুধবার মাঠ নিয়ে সুখবর পেয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার থেকে রশিদরা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
আগামী ৫ বছর এই স্টেডিয়ামেকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবে আফগানিস্তান। এই নিয়ে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেটের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এডিসিএসএইচ প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেছেন, ‘এই চুক্তি ক্রিকেটের প্রতিভা বিস্তার করতে সাহায্য করবে। কয়েক বছর ধরে আফগানিস্তানকে আমরা আতিথ্য দিয়েছি। এখন আবুধাবিতে তাদের হোম ভেন্যু হিসেবে দিতে পেরে আমরা আনন্দিত।’