কলকাতা, ২৬ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৪-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা, তারপর আবহাওয়া বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃদ্ধি পাবে তাপমাত্রা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে ৪-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।