কলকাতা, ১৪ জুলাই : বয়সজনিত ছাড় পাচ্ছেন ২০১৬ সালের পরীক্ষার্থীরা। সোমবার হাইকোর্টের মামলার আগেই খুলল পোর্টাল। উত্তর ২৪ পরগনার ২-৩ জন পরীক্ষার্থী ৪০ বছর পেরিয়ে আবেদনপত্র পূরণ করতে পারলেন। ২০১৬ সালের পরীক্ষার্থী এরা সকলেই। বিজ্ঞপ্তি জারির পর তখন চেষ্টা করেও হয়নি আবেদনপত্র পূরণ। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪০ বছর বয়স পেরলেই আবেদনপত্র পূরণ করা যাচ্ছিল না। কিন্তু ২০১৬ চাকরিহারাদের (চিহ্নিত হয়নি অযোগ্য) জন্য শুধু সেই সুবিধা ছিল।