কলকাতা, ৫ সেপ্টেম্বর : উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তুলনামূলকভাবে বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬-৭ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, আকাশ বেশিরভাগ সময়েই রৌদ্রোজ্জ্বল থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।