জম্মু, ২ সেপ্টেম্বর : ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে জম্মু ও কাশ্মীরের ভলেসার ধড়কাই এলাকায় অন্তত ১০ থেকে ১২টি বাড়ি বিপদের মুখে পড়েছে। বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট টানা বৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টির পরিস্থিতিতে মহম্মদ আসলাম, মহম্মদ ইয়াসিন ও ফারিদ আহমদের বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া নিসার আহমদ, মহম্মদ গাজি, মহম্মদ ঈসা, মুশতাক আহমদ ও জামাল দীন সহ আরও কয়েকজনের বাড়িও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ, জীবনভর সঞ্চয় দিয়ে গড়া তাদের ঘর এখন ভেঙে পড়ার পথে। তাই দ্রুত সুরক্ষা ব্যবস্থা ও সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।