Horoscope

4 days ago

Horoscope Today: আজ কোন কোন রাশির জাতকদের খুব ভালো দিন কাটতে চলেছে? জেনে নিন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ স্বাস্থ্য সংক্রান্ত কারণে আজ ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে। সাহিত্য বা শিল্প সৃষ্টির চেষ্টায় সফল হতে পারেন। আপনার উদ্ভাবনী শক্তি এবং কাজের প্রতি ভালোবাসা কর্মক্ষেত্রে বড় সাফল্য এনে দেবে। পেশাগত শিক্ষায় আজ সাফল্য পাবেন। অকারণে খরচ হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ চিন্তিত হবেন।

২) বৃষ রাশিঃ ব্যবসায় আজ সাফল্য পাবেন। প্রযুক্তি, ডিজিটাল মিডিয়া, ওকালতি ও ফ্যাশন ডিজ়াইন নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা আজ শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে বহুদিন ধরে চেষ্টা করেও যে সাফল্য অধরা ছিল, আজ তা ফলপ্রসু হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য টাকা খরচ হতে পারে। অবিবাহিতরা মনের মতো সঙ্গী পেতে পারেন।

৩) মিথুন রাশিঃ আজ প্রিয় বন্ধুর সঙ্গে মতপার্থক্য হতে পারে মিথুন রাশির জাতকদের। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। জ্ঞাতিশত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। ওষুধ, হার্ডওয়্যার, লোহা, কয়লার ব্যবসা লাভজনক হবে। সম্পত্তি বিক্রি সংক্রান্ত কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।

৪) কর্কট রাশিঃ আজ প্রভূত অর্থ রোজগারের যোগ থাকছে কর্কট রাশির জাতকদের সামনে। শরিকি সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত আজ আপনার পছন্দসই নাও হতে পারে। ঋণ নিয়ে চিন্তিত হলেও পরবর্তী কালে তা অনায়াসে শোধ করতে পারবেন। আপনার জোরালো বক্তব্য কর্মক্ষেত্রে সবাইকে প্রভাবিত করবে এবং আপনি প্রশংসিত হবেন। উচ্চশিক্ষার পথে বাধা সরে যাবে।

৫) সিংহ রাশিঃ আজ মানসিক ভাবে শান্তি পাবেন সিংহ রাশির জাতকরা। এতদিন ধরে চলা টানাপোড়েনের আজ আবসান হবে। কসমেটিকস, পারফিউম, ইন্টিরিয়র ডেকোরেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হবেন। পড়াশোনায় ছাত্রছাত্রীদের অমনোযোগ বাড়বে। রাস্তাঘাট দেখে চলাচল করুন, আজ আঘাত পাওয়ার সম্ভাবনা আছে।

৬) কন্যা রাশিঃ আজ কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপ থাকবে এবং অবসরের সময় কম পাবেন কন্যা রাশির জাতকরা। ব্যবসায় আজ নতুন কোনও উদ্যোগ নিতে পারেন। পরিবার সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। শ্যামবর্ণের কেউ আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। বিদেশ যাত্রার যোগ আছে।

৭) তুলা রাশিঃ তুলা রাশির জাতকদের বাড়িতে আজ আত্মীয় আসতে পারে। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব আজ আপনাকে সামলাতে হবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। চাকরিজীবীদের আয় বাড়বে। আধ্যাত্মিক চিন্তার বিকাশ ঘটবে তুলা রাশির জাতকদের।

৮) বৃশ্চিক রাশিঃ কোনও বড় প্রতিযোগিতায় জয়ী হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগতে পারে। ব্যবসায় দুর্দান্ত লাভ হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। আজ কেউ আপনার মন্তব্যের অপব্যাখ্যা হতে পারে।

৯) ধনু রাশিঃ মাইগ্রেন বা মাথার যন্ত্রণায় আজ আপনি কষ্ট পেতে পারেন। বকেয়া টাকা আজ অপ্রত্যাশিত ভাবে পেয়ে যেতে পারেন। কোনও অবাঞ্ছিত পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। ভুল মন্তব্য আজ না করাই ভালো। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা সবার কাছ থেকে প্রশংসা পাবে। যে কোনও ঝুঁকির কাজ এড়িয়ে চলুন।

১০) মকর রাশিঃ চাকরিপ্রার্থীরা আজ চাকরি পেতে পারেন। আজ কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন। অপ্রয়োজনে টাকা খরচ হতে পারে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। গুরুজনের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। অগ্নিজাত দ্রব্য এবং বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। বয়স্করা রক্তচাপের সমস্যায় কষ্ট পেতে পারেন।

১১) কুম্ভ রাশিঃ আপনার জমানো টাকা আজ অন্যের কাজে লাগবে। আজ মাতৃস্থানীয়া মহিলার সাহায্য পাবেন। দীর্ঘদিনের চেষ্টা ও পরিশ্রমের পর আজ আপনি সাফল্য পাবেন। কোনও বহুজাতিক সংস্থা থেকে আজ চাকরির প্রস্তাব পেতে পারেন কুম্ভ রাশির জাতকরা। ব্যবসা থেকে ভালো উপার্জন হবে।

১২)মীন রাশিঃ টনসিল বা গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্র গুপ্ত শত্রুতা বিড়ম্বনায় ফেলতে পারে। কোনও পুরোনো সমস্যা আবার ফিরে আসতে পারে। অংশীদারিত্বের ব্যবসায় ক্ষতির আশঙ্কা থাকছে। সন্তানের লেখাপড়া নিয়ে উৎকণ্ঠা বাড়বে। খরচ কমালে নিজের সঞ্চয় অনেকটা বাড়াতে পারবেন।

You might also like!