পাথরপ্রতিমা থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেরি এলাকায় বোমের গোডাউনে আগুন বোম বাস্ট হয়ে বিধ্বংসী আগুন। বহু লোক হতাহত বলে মনে করা হচ্ছে। বোমের কারখানা বোমবাঁধ ছিল চন্দ্রকান্ত বণিক। সেই বোমের গোডাউনে বোমা বাস্ট হয়ে আগুন ধরে যায়।