দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এপ্রিল ফুল দিবস প্রতি বছর ১লা এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয়। এটি একটি আন্তর্জাতিক অনুষ্ঠান যা প্রতি বছর ১লা এপ্রিল সারা বিশ্বে পালিত হয়। এই দিনে ব্যবহারিক রসিকতা এবং প্রতারণা করা সাধারণ। এইদিনে অনেকেই রসিকতা করে থাকেন বা কাউকে ঠকাতেও পারেন এবং "এপ্রিল ফুল" বলে চিৎকার করে দিনটির মজাদার মনোভাব উপভোগ করতে পারেন। রসিকতা গ্রহণকারীকে "এপ্রিল ফুল" হিসাবে বিবেচনা করা হয়। এপ্রিল ফুল দিবস মানেই কিছু আশাব্যঞ্জক মজা করার সুযোগ এবং একই সাথে অপরকে হাসির সুযোগ করে দেওয়া।
তবে কীভাবে শুরু হল এপ্রিল ফুলস ডে। কারাই বা শুরু করলেন? এর নেপথ্যে রয়েছে একাধিক কাহিনি। আর এই কাহিনীগুলির মধ্যে অন্যতম হলো,এই ক্যালেন্ডারে নতুন বছর মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরু (জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে) থেকে ১ জানুয়ারিতে পরিবর্তিত হয়েছিল। আর যাঁরা পুরনো নিউ ইয়ার উদযাপন করা চালিয়ে যাচ্ছিলেন, তাঁদের এপ্রিল ফুলস (April Fool’s) বলে ঠাট্টা করা হত। মার্চের শেষ দিকে উদযাপিত হিলারিয়ার মতো রোমান উৎসবে মানুষ ছদ্ম নিয়ে হাজির হতেন এবং অন্যান্যদের ঠাট্টা করতেন। এমনটাও প্রচলিত রয়েছে। আবার আরও একটি মজাদার গল্প (যদিও কাল্পনিক) রয়েছে। কুগেল নামে একজন ঠাট্টাকারী, যিনি রোমান সম্রাট কনস্টানটাইনকে একদিনের জন্য রাজা হতে দিয়েছিলেন এবং এটিকে রসিকতার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। এটি ১৯৮০-এর দশকে ইতিহাসবিদ জোসেফ বসকিনের একটি প্রচলিত গল্প।
∆ "এপ্রিল ফুল" ডে-র সবথেকে প্রাচীন প্র্যাঙ্ক:সবথেকে প্রাচীন প্র্যাঙ্ক ঘটেছিল লন্ডনে ১৬৯৮ সালে। সিংহদের স্নান করানোর দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন বলে প্রলোভন দেখিয়ে মানুষকে টাওয়ার অফ লন্ডনে পাঠানো হয়েছিল। আদতে এভাবে মানুষকে বোকা বানানো হয়েছিল। আর শতকের পর শতক ধরে ফুরফুরে মজাদার মন হালকা করা এই ঐতিহ্য চলে আসছে।
∆ "এপ্রিল ফুল" দিনটির বিশ্বব্যাপী উদযাপন: ভিন্ন ভিন্ন উপায়ে বিশ্বের বিভিন্ন দেশে "এপ্রিল ফুল" এই দিনটি উদযাপন করা হয়। যেমন – স্কটল্যান্ডে এই দিনটিকে হান্ট-দ্য-গক ডে বলে অভিহিত করা হয়।
∆ "এপ্রিল ফুল" দিনটির সংবাদমাধ্যমের রটনা: ১৯৫৭ সালে বিবিসি ব্রডকাস্টের তরফে একটি মজাদার রটনামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছিল যে, স্প্যাগেটি গাছে জন্মায়।
∆ "এপ্রিল ফুল" দিবস-এর কিছু শুভেচ্ছা বার্তা:
১) আজ এপ্রিল ফুল দিবস! মজায় মজায় ভরে উঠুক গোটা দিন। শুভ এপ্রিল ফুল দিবস;
২)আজ রাগী মানুষের মুখে হাসি ফোটানোর দিন, আজ এপ্রিল ফুল দিবস। তোমাকে জানাই এই দিনের অনেক অনেক শুভেচ্ছা;
৩) প্রতিনিয়ত জীবন যুদ্ধে সকলের মুখে ফুটে উঠুক এক চিলতে হাসি, তোমাদের সবাইকে জানাই শুভ এপ্রিল ফুল দিবস;
৪) আরো একবার ফিরে যাই ছোটবেলার সময়ে। সবাইকে বোকা বানিয়ে আনন্দ করি আবার। তোমাদের সবাইকে এপ্রিল ফুল দিবস দিনের অনেক অনেক শুভেচ্ছা;
৫) হাসি হলো বেস্ট থেরাপি, তাই এপ্রিল ফুল দিবসে সকলের মুখে ফুটিয়ে তুলুন হাসি। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবসের অনেক শুভেচ্ছা;
৬) মানুষকে হাসানোর থেকে মহৎ কাজ আর কিছু হয় না, এপ্রিল ফুল দিবসে তাই সবাইকে হাসিয়ে রাখুন। তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এপ্রিল ফুল দিবসের;
৭) দুঃখ নয়, আনন্দ চাই। এপ্রিল ফুল দিনে সকলকে আনন্দে মাতিয়ে রাখুন। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবস উপলক্ষে অনেক শুভেচ্ছা বার্তা;
৮) খুব চালাক হলেও আজকের দিনটা বোকা হয়ে থাকুন, প্রিয়জনের আনন্দে আনন্দিত হয়ে উঠুন। আপনাকে জানাই এপ্রিল ফুল দিবসের শুভেচ্ছা।
∆ "এপ্রিল ফুল" ডে-তে মজাদার প্র্যাঙ্কঃ
১) ইনভার্টেড স্ক্রিন: কি-বোর্ড শর্টকাট ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিন ফ্লিপ করে দেওয়া যেতে পারে (Windows-এর জন্য Ctrl + Alt + Down Arrow);
২) সাবানে ফেনা হবে না: একটি ক্লিয়ার নেলপালিশের সাহায্যে সাবানের বারের উপর প্রলেপ লাগিয়ে দিতে হবে;
৩) মাউস বিভ্রাট: কম্পিউটারের মাউসের সেন্সরের নীচে টেপ লাগিয়ে দিতে হবে;
৪) অটো-কারেক্টের মজা: কারওর ফোন অটোকারেক্টে সাধারণ কিছু শব্দ বদলে যেতে দেওয়া যেতে পারে। উদাহরণ স্বরূপ, ইয়েস হয়ে যাবে নো;
৫) ভয়েস চেঞ্জিং অ্যাপ:মজাদার ভয়েস ব্যবহার করে বন্ধুদের প্র্যাঙ্ক কল করার অ্যাপ ব্যবহার করা যেতে পারে;
৬) জ্যুস বদলে দেওয়া: অরেঞ্জ জ্যুসের জায়গায় ক্যারট জ্যুস রেখে দেওয়া যেতে পারে। তবে গাজরের জ্যুসটা পানযোগ্য কি না, সেটা নিশ্চিত করতে হবে।
সর্বোপরি স্কুল, কলেজ এবং অফিসের বন্ধু অথবা সহকর্মী কিংবা সহপাঠীদের জন্য এই ধরনের প্র্যাঙ্ক একেবারেই নিরাপদ আর বেশ মজাদার। তবে এটাও মনে রাখতে হবে যে, মজা করতে গিয়ে কখনওই নিজের সীমা লঙ্ঘন করা উচিত নয়।