Life Style News

2 days ago

Ecology Tips: বাড়ির সুখ-শান্তি বজায় রাখতে সঠিক জায়গায় 'ঘড়ি' -র অবস্থান গুরুত্বপূর্ণ! জানুন বাস্তু পরামর্শ

Direction for Wall Clock (Symbolic picture)
Direction for Wall Clock (Symbolic picture)

 

 দূরন্ত বার্তাডিজিটাল ডেস্ক: 'ঘড়ি' ছাড়া আমরা এক মুহুর্তও চলতে পারবো না। তাই সব বাড়িতেই ঘড়ি বর্তমান। কিন্তু ঘড়ি ঘরের কোথায় কীভাবে রাখা উচিত তা নিয়ে বাস্তুশাস্ত্রের কিছু পরামর্শ আছে। যদি বাস্তুতে বিশ্বাস করেন, তাহলে ঘড়ি কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, তা নিয়ে উল্লেখযোগ্য টিপস আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো। ঘড়ির জন্য বাস্তু টিপস বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালে ঝুলানো ঘড়ি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কথিত আছে যে, ঘড়িটি বাড়ির আর্থিক অবস্থার সঙ্গে যুক্ত। বাড়িতে বা অফিসে একটি ঘড়ি রাখা হলে, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত। ঘড়ির কাঁটা বাড়ির উত্তর বা পূর্ব দেওয়ালে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে, এই দিক ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে সবচেয়ে বেশি। ভুল করেও ঘরের দক্ষিণ দিকে ঘড়ি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে, এই বিশেষ দিকটিকে ঘড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। কারণ এটিকে যমরাজের প্রিয় দিক বলে ধরা হয়। বিশ্বাস করা হয় যে, এদিকে ঘড়ি রাখলে ব্যবসার পথে বাধা আসে। ঘড়িকে মানুষের জীবনের অগ্রগতির সঙ্গে যুক্ত হতে দেখা যায়। থমকে বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি জীবনে অনেক ধরনের বাঁধা সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা, নষ্ট বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখা উচিত নয়। বাড়িতে সময়ে সময়ে ঘড়ি পরিষ্কার করুন। ঘড়ি নিয়ে কয়েকটি বাস্তু পরামর্শ যথা, 

 * বাড়ির প্রধান ফটকের উপরে ঘড়ি রাখবেন না।

* বন্ধ ঘড়ি সময়মত মেরামত করুন।

* ঘরে খারাপ বা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না।

* ঘড়ি কখনওই কাউকে উপহার দেওয়া উচিত নয়।

* ঘড়ির সময় এগিয়ে বা পিছনে থাকলে তা দ্রুত সংশোধন করুন।

* ঘড়ির কাঁটা সামনে বা পিছনে সেট করবেন না।

You might also like!