Country

1 day ago

Alakananda River: অলকানন্দা নদীর উপর ২০০ মিটার দীর্ঘ দুলেনের সেতু

Alakananda River
Alakananda River

 

রুদ্রপ্রয়াগ, ২৫ মার্চ  : উত্তরাখণ্ডের বদরীনাথ ও গৌরিকুণ্ড হাইওয়েকে সংযুক্ত করতে অলকানন্দা নদীর উপর ২০০ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই প্রকল্পে নির্মিত ৯০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ দিয়ে ইতিমধ্যেই যানবাহন চলাচল শুরু হয়েছে। জওয়ারি বাইপাসের রেন্টোলি সেতুর অ্যাপ্রোচ ওয়াল নির্মাণ চলায় বর্তমানে এই সুড়ঙ্গ দিয়েই যানবাহন চলাচল করছে। সেতুটি চালু হলে তল্লানাগপুর, রানিগড়, ধনপুর ও ভরদার গ্রামের সঙ্গে জেলাগুলি সরাসরি সংযোগ হবে এবং বেলনি সেতুর ওপর যানবাহনের চাপ কমবে।জাতীয় সড়ক নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমকার পান্ডে বলেছেন যে, সেতু নির্মাণের কাজ পুরোদমে চলছে। এছাড়াও নিয়মিত তদারকি করা হচ্ছে এবং কার্যকরী সংস্থা ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হচ্ছে।

You might also like!