Life Style News

1 month ago

West Bengal Madhyamik And Higher Secondary Result 2025: মাধ্যমিক রেজাল্ট 2025 কবে? উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 কবে, জানালো পর্ষদ

West Bengal Madhyamik And Higher Secondary Result 2025
West Bengal Madhyamik And Higher Secondary Result 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু হয়েছিল ফেব্রুয়ারী মাসের ১০ তারিখ আর পরীক্ষা শেষ হয় ২২শে ফেব্রুয়ারী। অপরদিকে ৩রা মার্চ ২০২৫ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা শেষ হবে ১৮ই মার্চ ২০২৫।সাধারণত মাধ্যমিকে বিষয় ভিত্তিক ২৫ শতাংশ নম্বর পেলেই পাশ বা উত্তীর্ণ হয়ে যায় অর্থাৎ মোট ৭০০ র মধ্যে ১৭৫ নম্বর পেলেই উত্তীর্ণ হয়ে যাবে সেই ছাত্র-ছাত্রী। তবে প্রত্যেক বিষয়ে নূন্যতম ২৫ শতাংশ নম্বর থাকতে হবে।

ছাত্র-ছাত্রীরা চলার পথে প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে এই মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তার ফলাফল নিয়ে চিন্তিত থাকা স্বাভাবিক। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষের ৭০ থেকে ৭৫ দিনের মাথায় দেয়া হয়। এই বছরও সেরকম হতে যাচ্ছে তবে কবে ফলাফল প্রকাশিত হবে সে বিষয়ে  মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়নি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই সূত্র মারফত জানা যাচ্ছে, পর্ষদ জানিয়েছে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ নাগাত ফল প্রকাশিত হতে পারে।  তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।

কিভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২৫ চেক করবেন?

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর West Bengal Board of Secondary Education 2025 এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে শিক্ষার্থীর রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন।

৪) নিচে থাকা ক্যাপচার সংখ্যা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।


কিভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ চেক করবেন?

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) হোম পেজে West Bengal Council of Higher Secondary Education Examination 2025 – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল ও নং উল্লেখ করুন। নিচে থাকা ক্যাপচার কোর্ড উল্লেখ করে সাবমিট করতেই, রেজাল্ট আপনার সামনে চলে আসবে।

You might also like!