রাঁচি, ২৭ মার্চ : দলীয় নেতা অনিল টাইগারকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিজেপি। অনিল টাইগারকে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাঁচিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা প্রতুল শাহদেও। সেই প্রতিবাদের সময় প্রতুলকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। এক পুলিশ আধিকারিক প্রতুলকে গাড়িতে তুলে নিয়ে যায়। ক্ষোভের সুরে প্রতুল বলেছেন, "অপরাধীদের ধরার পরিবর্তে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী রাজনৈতিক নেতাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।" উল্লেখ্য, বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য অনিল টাইগারের খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের বিভিন্ন সংগঠন ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে। বিজেপি, এজেএসইউ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঝাড়খণ্ড বনধের বিশেষ প্রভাব দেখা যায়নি। প্রসঙ্গত, বুধবার গুলি করে খুন করা হয় অনিল টাইগারকে।