কোটা, ২৪ মার্চ : রাজস্থানের কোটা রেল বিভাগের ‘রেল সহায়তা পোর্টাল ১৩৯ ’-এ আসা অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। কোটা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ও জনসংযোগ আধিকারিক সৌরভ জৈন জানিয়েছে , রেল সহায়তা পোর্টালে ১২৯৫৬ জয়পুর-মুম্বই সেন্ট্রাল সুপারফাস্ট ট্রেনের বিশেষভাবে সক্ষম যাত্রীদের কোচে অবৈধ যাত্রীদের ভ্রমণের অভিযোগ আসে।সোমবার ট্রেনটি সাওয়াই মাধোপুর স্টেশনে পৌঁছলে সাব-ইনস্পেক্টর মোতিলাল মীণা ও অন-ডিউটি টিটিই অবৈধ যাত্রীদের চিহ্নিত করেন। ৫ যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাদের কাছ থেকে ৩,৩০৫ টাকার জরিমানা নেওয়া হয়।