Game

1 day ago

Cricket Australia Central Contracts 2025: ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন চুক্তিতে ব্যাপক পরিবর্তন, এলেন ব্যাট বলে ঝলক দেখানো কুনেমান-কনস্টাস-ওয়েবস্টার

Australia Cricket Team
Australia Cricket Team

 

সিডনি, ১ এপ্রিল : মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন চুক্তিতে কোন কোন খেলোয়াড় আসছেন এবং কোন কোন খেলোয়ার বাদ পড়লেন তা ঘোষণা করেছে। ২০২৫-২৬ মরসুমের কেন্দ্রীয় চুক্তিতে নতুন সংযোজন গত মরশুমে ব্যাট-বলে অসাধারণ দক্ষতা দেখানো কুনেমান-কনস্টাস-ওয়েবস্টার। আর গত মরসুমের চুক্তি হওয়া ৩ ক্রিকেটার অফ স্পিনার মার্ফি, অলরাউন্ডার অ্যারন হার্ডি ও পেসার শন অ্যাবট, ন্যাথান ম্যাকসুয়েনি বাদ পড়েছেন।

সম্প্রতি শেষ হওয়া ভারতের বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্টে একটি অর্ধশতক সেঞ্চুরি করার পথে দুঃসাহসী কিছু শট খেলে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছিলেন কনস্টাস। পরে শ্রীলঙ্কা সফরে একাদশে জায়গা না মিললেও প্রতিভা, সম্ভাবনা ও ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স মিলিয়ে চুক্তিতে রাখা হয়েছে ১৯ বছর বয়সী কনস্টাসকে। শ্রীলঙ্কা সফরেই দুই টেস্টে ১৬ উইকেট নেওয়া কুনেমানকে নতুন চুক্তিতে রাখা হয়েছে। তাকে চুক্তিতে রাখা মানে ন্যাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে স্বীকৃতি দেওয়া। আর গত মরসুমের শেষ দিকে দলে ঢুকে সম্ভাবনার ছাপ ফেলা অলরাউন্ডার ওয়েবস্টারকে নতুন চুক্তিতে নেওয়া হয়েছে। আর চোটের কারণে গত মরসুমে নিয়মিত খেলতে না পারলেও ফাস্ট বোলার ল্যান্স মরিস, জেভিয়ার বার্টলেট ও জাই রিচার্ডসনকে নতুন চুক্তিতে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটার: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার, অ্যাডাম জ্যাম্পা।


You might also like!