কলকাতা, ২৯ মার্চ : বিচারাধীন বিষয় নিয়ে কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যাখ্যার সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। শনিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “লন্ডনে লন্ডভন্ড করে অক্সফোর্ডে অক্স (বলদ) এর মত আচরণ করে এলেন দিদিমা । কেলগ কলেজের ছোট্ট সেমিনার রুমে সমালোচকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নাস্তানাবুদ হলেন । অভয়ার ধর্ষণ, মৃত্যু ও প্রমান লোপাটের অভিযোগের মুখে জবাবই দিতে পারলেন না, শুধু বললেন “বিচারাধীন বিষয়, কেন্দ্রের পুলিশ দেখছে”। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না, এরকম কোনো আইন নেই । যেটা আছে, তা হল কোন মন্তব্য করে বিচারের গতি রুদ্ধ করা যাবে না । আর কেন্দ্র ব্যাপারটার মধ্যে আসার আগেই তো বেলগাছিয়ার বস্তি থেকে তৃণমূলের ক্যাওড়ারা এসে ভাংচুর করে প্রমান লোপাট করে দিয়েছে !”
লন্ডনে লন্ডভন্ড করে অক্সফোর্ডে অক্স (বলদ) এর মত আচরণ করে এলেন দিদিমা । কেলগ কলেজের ছোট্ট সেমিনার রুমে সমালোচকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে নাস্তানাবুদ হলেন । অভয়ার ধর্ষণ, মৃত্যু ও প্রমান লোপাটের অভিযোগের মুখে জবাবই দিতে পারলেন না, শুধু বললেন “বিচারাধীন বিষয়, কেন্দ্রের পুলিশ…
— Tathagata Roy (@tathagata2) March 29, 2025