দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) নিয়োগ সংক্রান্ত নয়া বিধি নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন একাংশ চাকরিপ্রার্থী। শুক্রবার তাঁদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি বিশেষ অনুমতি আবেদন দায়ের করা হয়েছে। সূত্রের খবর, আগামিকাল শনিবার এই মামলার শুনানি হতে পারে। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল করা হয়। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন বিজ্ঞপ্তি ও সংশোধিত নিয়োগবিধি প্রকাশ করে। এই নতুন বিধিতে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর, বয়সে ছাড় এবং ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিতদের পরীক্ষায় বসার সুযোগ রাখা হয়। এই বিধি নিয়েই আপত্তি তোলেন একাংশ চাকরিপ্রার্থী।
চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়া হলে নবীন প্রার্থীরা বঞ্চিত হবেন। তাছাড়া, যাঁরা ইতিমধ্যেই আদালতের রায়ে ‘অযোগ্য’হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া অনৈতিক। এই যুক্তি তুলে তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সম্প্রতি রায় দেয়, এসএসসি-র ২০২৫ সালের নিয়োগবিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে। তবে আদালত জানিয়ে দেয়, পূর্বের নির্দেশ অনুযায়ী যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’, তাঁরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।
এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, নতুন নিয়োগবিধিতে যে ভাবে নম্বর বিভাজন ও যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে, তা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক। সেই সঙ্গে তাঁরা পুরো নিয়োগবিধি বাতিলের আবেদন জানিয়েছেন। আইনি মহলে এখন নজর, শনিবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।