Country

4 hours ago

Uttarakhand Weather Alert:ভারী বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দার, এখনও বিপদসীমার নীচেই

River danger level update
River danger level update

 

রুদ্রপ্রয়াগ, ৭ জুলাই : ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে দেবভূমি উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্তে। ভারী বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দার, তবে জলস্তর এখনও বিপদসীমার নীচেই রয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে অলকানন্দা নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। তবে, নদীর জলস্তর এখনও বিপদসীমার নীচে প্রবাহিত হচ্ছে।

এভাবেই বৃষ্টিপাত যদি হতে থাকে, তাতে জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে প্রশাসন। এদিকে, ভারতীয় আবহাওয়া দফতর উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

You might also like!