দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সম্ভাবনায় ফের ধাক্কা। বৃহস্পতিবার তাঁর জামিন মামলার শুনানি নির্ধারিত থাকলেও, তা নিষ্পত্তি হল না সুপ্রিম কোর্টে। কারণ, বিচারপতি জয়মাল্য বাগচী নিজেই মামলার শুনানি থেকে অব্যাহতি চেয়ে নেন। ফলে মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তরিত হওয়ার পরেই পরবর্তী শুনানির দিন নির্ধারিত হবে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার যখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন শুনানি শুরু হয়, সেই সময়ই আদালতের নজরে আনা হয় যে, এর আগে কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চেই এই মামলার শুনানি হয়েছিল। সেই তথ্য আদালতকে জানান স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী।
বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পার্থ, সুবীরেশদের জামিন মামলার শুনানি হয়েছে। হাই কোর্টে জামিনের আবেদন বিচারপতি খারিজ করে দেন বলেই জানান আইনজীবী। তারপরই সুপ্রিম কোর্টের মামলা থেকে অব্যাহতি চেয়ে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, তিনি এই মামলার শুনানি থেকে সরে যাচ্ছেন। বিচারপতি সূর্যকান্তের নির্দেশ, “নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচী যুক্ত নন।” ফলত, আপাতত সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসা হল না। প্রক্রিয়াগত কারণে, তাঁকে আরও কিছুদিন অন্তরীণ অবস্থায় থাকতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২শে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের। হাইকোর্টে অনেক জলঘোলার পর জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। । সব পক্ষকে নোটিস ইস্যু করে শীর্ষ আদালত।