নয়াদিল্লি, ২৮ মার্চ : নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার-এর জন্য আবেদন আহ্বান করেছে। আবেদনকারীরা ১ এপ্রিল থেকে জাতীয় পুরস্কার পোর্টাল-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
জানানো হয়েছে যে, "https://awards.gov.in – এর মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ভারতে বসবাসকারী ৫ বছর থেকে ১৮ বছর বয়সী (৩১ জুলাই, ২০২৫ তারিখের হিসেবে) যে কোনও ভারতীয় নাগরিক এই পুরস্কারের জন্য যোগ্য। পুরস্কারের জন্য স্ব-মনোনয়ন এবং সুপারিশ দুই-ই বিবেচ্য হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৫।"
উল্লেখ্য, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রতি বছর সাহসিকতা, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ এবং শিল্প ও সংস্কৃতিতে কৃতিত্বের অধিকারী বিশেষ শিশুদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করে।