Video

2 days ago

Jayrambati Railway Station | জয়রামবাটিতে গড়াল রেলের চাকা

 

দীর্ঘ জটিলতা কাটিয়ে মায়ের গাঁ নামে পরিচিত জয়রামবাটিতে অবশেষে গড়ালো রেলের চাকা । গতকাল কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন নবনির্মিত জয়রামবাটি স্টেশনের মাটে ছুঁতেই বাধভাঙা উচ্ছাস দেখা যায় উপস্থিত সকলের মধ্যে । রেলের ইস্টার্ণ সার্কেলের CRS শুভময় মৈত্র বলেন, এরপর নিয়মিত রেল চলাচল করবে জয়রামবাটিতে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃ মন্দিরের সন্ন্যাসীরাও ।

You might also like!