দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাম নবমী উদযাপনের আগে পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হলো— অস্ত্র নিয়ে রাস্তায় বের হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, উৎসবের নামে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।
এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ, হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য পুলিশ গ্রেফতারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এ দিন মনোজ ভার্মা বলেন, “কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারনায় না থাকেন যে কোনও অ্যাকশন নেওয়া হবে না।”