kolkata

2 days ago

Sukanta Majumdar: সুকমায় ‘সফল সংঘর্ষ’ বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ, দাবি সুকান্তের

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ২৯ মার্চ : সুকমায় ‘সফল সংঘর্ষ’ বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ বলে দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শনিবার দুপুরে তিনি এক্স বার্তায় লিখেছেন, “ছত্তিশগড়ের সুকমায় আজকের সফল সংঘর্ষ, যেখানে ১৬ জন মাওবাদীকে নিরস্ত্র করা হয়েছে, সন্ত্রাসবাদ ও বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমাদের নিরাপত্তা বাহিনীর নিরলস প্রচেষ্টা আমাদের মাওবাদীমুক্ত ভারত আন্দোলনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। শান্তি, অগ্রগতি এবং নিরাপত্তার জন্য আমরা ঐক্যবদ্ধ।”

উল্লেখ্য, নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু'জন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন, তাঁরা বিপদমুক্ত। শনিবার সকাল থেকে সুকমা জেলার উপমপল্লী কেরলাপাল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সুকমার পুলিশ সুপার কিরণ গঙ্গারাম চাভান বলেছেন, সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।


You might also like!