হায়দরাবাদ, ১৪ জুলাই : অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায় আমবোঝাই লরি উল্টে প্রাণ হারালেন ৯ জন। এই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। রবিবার রাতে আন্নামায়া জেলার পুল্লামপেট মণ্ডলের রেড্ডিচেরুভু কাট্টার কাছে একটি আমবোঝাই লরি উল্টে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। লরিটি রাজামপেট থেকে রেলওয়ে কোডুরু যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, লরিটি হ্রদের বাঁধে উল্টে গেলে আমবোঝাইয়ের উপরে বসে থাকা শ্রমিকরা এর নিচে চাপা পড়ে যান। নিহতদের মধ্যে পাঁচজন মহিলা। আহতদের রাজামপেটের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া লরি চালক পুলিশকে জানিয়েছেন, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আমবোঝাই লরিটি রেলওয়ে কোদুরু বাজারে যাচ্ছিল এবং শ্রমিকরা আম বোঝাইয়ের উপরে বসে ছিলেন। শ্রমিকরা ৩০-৪০ টন আমের নিচে চাপা পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসিবির সাহায্যে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলেই আট শ্রমিকের মৃত্যু হয়। তারা হলেন গজ্জালা দুর্গাইয়া (৩২), গজ্জালা লক্ষ্মী দেবী (৩৬), গাজ্জালা রমনা (৪২), গাজ্জালা শ্রীনু (৩২), রাধা (৩৯), ভেঙ্কটা সুব্বামা (৩৭), চিত্তেম্মা (২৫) এবং সুব্বা রত্নমা (৪৫)। আর এক শ্রমিক, মুনিচন্দ্র (৩৮), রাজামপেটের একটি হাসপাতালে মারা যান।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কারণ সম্পর্কে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আধিকারিকদের থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু আশ্বাস দিয়েছেন, সরকার নিহতদের পরিবারকে সম্পূর্ণ সহায়তা করবে।